মালদায় কমছে তাপমাত্রা, জাঁকিয়ে বসছে শীত

হাওয়া অফিস বলছে, তাপমাত্রা নামবে উত্তরের দিকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
north winter.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হিমেল পরশ জাঁকিয়ে বসছে মালদা জেলায়। এই মুহুর্তে আকাশ পরিষ্কার, ফলে সকালের দিকে তাপমাত্রা বৃদ্ধি থাকলেও রাতে কমছে তাপমাত্রা। হাওয়া অফিস আগেই বলেছিল, তাপমাত্রা নামবে উত্তরের দিকে। আর সেই অনুযায়ী, উত্তরের এই জেলায় কমেছে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ মালদা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশের আশাপাশি। বাতাসে হাওয়ার গতিবেগ ১০ থেকে ১৫ কিলোমিটার। যা জানা যাচ্ছে, ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল থেকে এই তাপমাত্রা খানিকটা বাড়বে।

hiren