সুমি অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় বেসামরিক গাড়ি বিধ্বস্ত
রুশ ড্রোন হামলায় দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চল কাঁপল — আহত চার, ভবন ক্ষতিগ্রস্ত
তাংধারে অগ্নিকাণ্ড রুখল সেনাবাহিনী — বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের ৫২ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু
ঝাড়খণ্ডের ডি‌জিপি অনুরাগ গুপ্তার স্বেচ্ছা অবসরের আবেদন গৃহীত
বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার, ইডির জালে ব্যবসায়ী
“গত ৩০ বছরের সর্বোচ্চ ভোটদানই ইঙ্গিত দিচ্ছে পরিবর্তনের”—প্রশান্ত কিশোর
“ভুয়ো আধার কার্ড দিয়ে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দিচ্ছে রাজ্য সরকার”—অগ্নিমিত্রা পলের অভিযোগ
অজিত পাওয়ারের পুত্রের সংস্থার সঙ্গে জড়িত কোটি টাকার জমি লেনদেন মামলায় স্থগিত সাব-রেজিস্ট্রার

মালদার তাপমাত্রায় বিশাল ফারাক, জাঁকিয়ে ঠান্ডা কবে?

আগামীকাল থেকে তাপমাত্রা আরও নামবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fog

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমেল পরশ জাঁকিয়ে বসছে মালদা জেলায়। এই মুহুর্তে আকাশ পরিষ্কার, ফলে সকালের দিকে তাপমাত্রা বৃদ্ধি থাকলেও রাতে কমছে তাপমাত্রা। হাওয়া অফিস আগেই বলেছিল, মেঘ কাটলেই তাপমাত্রা নামবে। আর সেই অনুযায়ী, উত্তরের এই জেলায় কমেছে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ মালদা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশের আশাপাশি। বাতাসে হাওয়ার গতিবেগ ১০ থেকে ১৫ কিলোমিটার। যা জানা যাচ্ছে, আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও নামবে। ফলে জাঁকিয়ে ঠান্ডার পরিমাণ আরও বাড়বে।

hiren