New Update
/anm-bengali/media/media_files/nLwcbJ52az8pJVbPKnwj.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের গভর্নর শুক্রবার নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহের শুরুতে রক্তক্ষয়ী তাণ্ডবে ১৮ জনকে হত্যাকারী বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
গভর্নর জ্যানেট মিলস বলেন, "রবার্ট কার্ড এখন আর কারো জন্য হুমকি নয় জেনে আমি আজ রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছি।"
সূত্রে খবর, যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী গণহত্যার ঘটনায় দোষীকে খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশ সদস্যের অভিযানের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us