ফের ভারী বর্ষণ, ভেসে গেল রাস্তা!

উত্তরাখণ্ডে গত রাত থেকে চামোলি জেলায় ভারী বৃষ্টির কারণে গাইরসাইন-কর্ণপ্রয়াগ-এর ১০৯ নম্বর জাতীয় সড়কের একটি অংশ কালিমতির কাছে ভেসে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (68) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ফের ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশ জুড়ে। গতকালের ভারী বর্ষণে ফের ফুঁসছে উপত্যকার নদীগুলি। বহু জায়গায় ইতিমধ্যেই প্লাবিত। আর এর মধ্যেই বিপদ নামল গাইরসাইন এলাকায়।

যা জানা যাচ্ছে, উত্তরাখণ্ডে গত রাত থেকে চামোলি জেলায় ভারী বৃষ্টির কারণে গাইরসাইন-কর্ণপ্রয়াগ-এর ১০৯ নম্বর জাতীয় সড়কের একটি অংশ কালিমতির কাছে ভেসে গেছে। যার জেরে গাইরসাইন থেকে কর্ণপ্রয়াগ ও নৈনিতালগামী যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। দু’জায়গার লোকজনই রাস্তার দুপাশে আটকা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামছে NDRF।