New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজই দিল্লির ইডি দফতরে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মত ঘর থেকে বেরলেনও তিনি। কিন্তু গেলেন কৃষ্ণনগরে। ইডির সমন এড়ালেন মহুয়া মৈত্র।
/anm-bengali/media/media_files/UQy6HRBlAMQvOtgKL5xK.jpg)
ইডির দিল্লি তলবে সাড়া দিলেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন বলে জানালেন কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজই দিল্লি তলব করে ইডি। আগেও একবার ইডির সমনে সাড়া দেননি মহুয়া। তবে কিছুদিন আগে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হয়ে যায়। আর এবার ইডির সমনও এড়ালেন মহুয়া।
/anm-bengali/media/media_files/FHuzq6JI9f9t7rQ3QQgJ.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us