INDIA-তে মুখ ঢেকেছে মায়ানগরী…!

ইন্ডিয়া জোটের বৈঠকের আগে মুম্বাই নগরী মুখ ঢেকেছে তাঁদের পোস্টার ও হোর্ডিং-এ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
F1TiMrZXsAAWGmx-1693232102.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ দিন। আজ ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তার জন্যে সেজে উঠেছে মহারাষ্ট্র।

আজ থেকে শুরু হওয়া দু’দিনের বৈঠকের আগে মুম্বাই নগরী মুখ ঢেকেছে ইন্ডিয়া জোটের পোস্টারে ও হোর্ডিং-এ। পোস্টারে পোস্টারে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের নেতাদের৷ সঙ্গে লেখা রয়েছে ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’। এই গুরুত্বপূর্ণ বৈঠক আগামী লোকসভা নির্বাচনের কি বার্তা দেয়, এখন সেটাই দেখার।