চোখ রাঙাচ্ছে ভারী বর্ষণ, তবে কি ভেসে যাবে এই রাজ্য!

ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্রের পালঘর, রায়গড়ে ইতিমধ্যেই 'রেড' অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, থানে, মুম্বাই এবং রত্নাগিরির জন্য 'অরেঞ্জ' অ্যালার্ট জারি করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (43) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেশের বিভিন্ন প্রান্তে এখন শুধুই বন্যার খবর সামনে আসছে। দিল্লি ভাসছে, আসাম ভাসছে, গুজরাট ভাসছে। আর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে মহারাষ্ট্রও।

মহারাষ্ট্রের পালঘর, রায়গড়ের জন্য ইতিমধ্যেই 'রেড' অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, থানে, মুম্বাই এবং রত্নাগিরির জন্য 'অরেঞ্জ' অ্যালার্ট জারি করা হয়েছে। রায়গড় জেলার সাবিত্রী নদী, আম্বা নদী ও পাতালগঙ্গা নদী বিপদসীমা অতিক্রম করেছে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির জেরেই এই বিপত্তি ঘটেছে। কুণ্ডলিকা নদীও বিপদসীমা অতিক্রমের পথে বলে জানাচ্ছে রায়গড় জেলা প্রশাসন। রায়গড়ের রাসায়ানি থানায় ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই জলমগ্ন বিস্তৃর্ণ এলাকা।