/anm-bengali/media/media_files/AhdSlwajY0vkfIn5wMC6.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টুইটে জানিয়েছেন, "অভিনেতা অতুল পারচুরে মারা গেছেন।"
"Actor Atul Parchure passes away, " tweets Maharashtra CM Eknath Shinde
— ANI (@ANI) October 14, 2024
Shinde in his tweet wrote, "The untimely death of Atul Parchure, the ever-introverting classic actor, is painful. Atul Parchure started his brilliant acting career right from children's theatre. He left his… pic.twitter.com/QmLHHltUJP
টুইটে মুখ্যমন্ত্রী শিন্ডে লেখেন, "চিরঅন্তর্মুখী ক্লাসিক অভিনেতা অতুল পারচুরের অকাল মৃত্যু বেদনাদায়ক। অতুল পারচুরে তাঁর উজ্জ্বল অভিনয় জীবন শুরু করেছিলেন শিশুদের থিয়েটার থেকে। নাটক, চলচ্চিত্র ও ধারাবাহিক তিন ক্ষেত্রেই তিনি তার ছাপ রেখে গেছেন। মারাঠি ও হিন্দি ছবিতেও দারুণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর চলে যাওয়ায় মারাঠি এক ক্ল্যাসিক অভিনেতাকে হারাল। এই ক্ষতি আদায়যোগ্য নয়। পারচুরের হাজার হাজার ভক্তদের একজন হিসেবে আমি পরিবারের দুঃখের অংশীদার। ঈশ্বর তাদের এই দুঃখ সহ্য করার শক্তি দিন। রাজ্য সরকারের পক্ষ থেকে আমি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us