New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে ঘোষণা হয়ে গেল এবছরের মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশ করা হল মাধ্যমিকের ফলাফল। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন। যার মধ্যে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার। জেলাভিত্তিক পাশের হারে সর্বোচ্চ কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
/anm-bengali/media/media_files/1JMIHbwvhw0bZCz1sVYj.png)
/anm-bengali/media/media_files/L6ceZ4hWwO4HEN5h7cu5.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us