Madan Mitra : লোক ঢুকে যাবে, অত্যাচার বাড়বে, হুঁশিয়ারি মদনের

সাবধান করে দিলেন মদন মিত্র (Madan Mitra)। একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গে মদনের সাবধান বাণী।

author-image
Pritam Santra
New Update
Madan Mitra

নিজস্ব সংবাদদাতাঃ আগে থেকে সাবধান করে দিলেন মদন মিত্র (Madan Mitra)। একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গে মদনের সাবধান বাণী। বরানগরে কর্মী সম্মেলনে গিয়েছেন তিনি। সেখান থেকে তৃণমূল (TMC) বিধায়কের মন্তব্য, "পশ্চিমবঙ্গে কিন্তু আরও অত্যাচার বাড়বে। আগামীকাল, পরশুর মধ্যে হয়তো বরানগর, কামারহাটির পাড়ায় পাড়ায় অত্যাচার বাড়বে। এজেন্সির নামে লোক ঢুকে যাবে।"