New Update
/anm-bengali/media/media_files/cImJ0iFTNiAx08axhu9M.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ান বাহিনীর হামলায় ধ্বংস ইউক্রেনের একাধিক শহর। জানা গিয়েছে, রাশিয়ান বাহিনী লভিভ অঞ্চলে হামলা চালিয়েছে। লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাকসিম কোজিটস্কি জানিয়েছেন, লভিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বস্তুতে রাশিয়ান বাহিনি ৫ টি হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বাহিনী লভিভ অঞ্চলে ১১টি ড্রোন ধ্বংস করেছে। হামলার ফলে লভিভ অঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us