কেজরিওয়ালকে পদত্যাগ করতেই হবে!

আজ দিল্লিতে বিজেপি কর্মী ও নেতারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। এই বিষয়ে মন্তব্য করলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামভীর সিং বিধুরি।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
e

নিজস্ব সংবাদদাতা: বিজেপি কর্মী ও নেতারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামভীর সিং বিধুরি বলেছেন, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।

Ramvir Singh Bidhuri - The Statesman

 জেল থেকে সরকার চালানো যাবে না কারণ জেলের প্রোটোকল এটির অনুমতি দেয় না৷ যদি অরবিন্দ কেজরিওয়াল তার পদত্যাগপত্র না দেন, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে।"

Delhi assembly monsoon session: Ramvir Singh Bidhuri demands meeting to set  agenda | Delhi News - Times of India

Add 1