Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আপাতত ৩১ তারিখ পর্যন্ত সব বন্ধ। কোনও বিক্ষোভ, আলোচনা কিচ্ছু আর হবে না। এমনটাই জানিয়ে দেওয়া হল।
বিরোধী সাংসদদের স্লোগানে ফের উত্তেজনা ছড়াল লোকসভায়। ফের মুলতুবি হল অধিবেশন। একেবারে ৩১ জুলাই পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেওয়া হল। এদিন বেলা ১১ টাতেই অধিবেশন শুরু হয়। তবে মণিপুর ইস্যুতে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিজেপি বিরোধী সাংসদদের বিক্ষোভ শুরু হয়। তুমুল হই-হট্টগোলের মধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সভা মুলতুবি করে দেন। আর তারপরই জানানো হয় ৩১ তারিখ পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়েছে।
Lok Sabha adjourned till Monday, 31st July. pic.twitter.com/Ns2KH0LIwh
— ANI (@ANI) July 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us