New Update
/anm-bengali/media/media_files/HaDGH6ZdJVaYb69Y92aJ.webp)
নিজস্ব সংবাদদাতা: বিজেপির উন্নয়নের চিত্র প্রকাশ্য এনে সমাজমাধ্যমে ভোট প্রচার করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন যে, "জনগণের টাকায় জনগণের কাজ, বিকাশ একমাত্র বিজেপির পরিচয় আজ। বিগত ৫ বছরে ১০ লাখ টাকা খরচ করে ১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসবার জায়গা করা হয়েছে। তাই হুগলি চাইছে বিজেপিই থাক।
/anm-bengali/media/media_files/lhOCS1JaJLP7XIsc5sXB.jpg)
বিকাশ যখন লক্ষ্য, বিজেপিই বিকল্প।"
/anm-bengali/media/media_files/2GnZeajSrf2S7aUtEAcm.jpg)
জনগণের টাকায় জনগণের কাজ, বিকাশ একমাত্র বিজেপির পরিচয় আজ।
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) April 3, 2024
বিগত ৫ বছরে ১০ লাখ টাকা খরচ করে ১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসবার জায়গা করা হয়েছে। তাই হুগলি চাইছে বিজেপিই থাক।
বিকাশ যখন লক্ষ্য, বিজেপিই বিকল্প #EiBaar400Paarpic.twitter.com/yMQIS1SXir
/anm-bengali/media/post_attachments/48a549cedaf63f0502578c5c5c999ed86fe648977f8c11b3510ce1eb5a7650f8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us