New Update
/anm-bengali/media/media_files/HaDGH6ZdJVaYb69Y92aJ.webp)
নিজস্ব সংবাদদাতা: হুগলী লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন যে, "মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে শাসকের সন্ত্রাসে বাংলার মহিলাদের উপর অত্যাচার হয়েই চলেছে।
বাংলার মহিলারা এই অত্যাচার থেকে মুক্তি চায়। বিজেপি বাংলার মহিলাদের জন্য লড়ছে, লড়বে।"
মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে শাসকের সন্ত্রাসে বাংলার মহিলাদের উপর অত্যাচার হয়েই চলেছে। বাংলার মহিলারা এই অত্যাচার থেকে মুক্তি চায়।
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) March 31, 2024
বিজেপি বাংলার মহিলাদের জন্য লড়ছে, লড়বে। #MahilaVirodhiTMCpic.twitter.com/kD2oI45hQR