/anm-bengali/media/media_files/i2RAQyDEZDenL9ffllfc.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃযুবককে খুনে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। কাউন্সিলরও অনেকদিন বাড়িতে ছিলেন না। তারপর তিনি ফিরে আসেন। এবার যুবককে খুনে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে কাউন্সিলরের বাড়ির সামনে রবিবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি দক্ষিণ দমদম পৌরসভার। ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ঊষা দেবনাথের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, যুবককে খুনের ঘটনাটি ঘটেছিল চলতি বছরের একুশে ফেব্রুয়ারি। ওইদিন রক্তাক্ত অবস্থায় হোটেল ম্যানেজমেন্টের ছাত্র পেশায় ডেলিভারি বয় নয়ন সাহাকে(২৫) উদ্ধার করা হয়েছিল। প্রথমে দমদম পুর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নয়নের পরিবার দমদম থানায় খুনের অভিযোগ দায়ের করে।
প্রসঙ্গত, ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা দেবনাথ ও তাঁর স্বামী অভী দেবনাথ-সহ একাধিক তৃণমূল কর্মী গা ঢাকা দেন। পরবর্তী সময়ে ঊষা দেবনাথ বাড়ি ফিরে আসেন। এদিন কাউন্সিলারের বাড়ির সামনে মাটিতে বসে বিচার চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us