/anm-bengali/media/media_files/TOWJODSIaFQxcn7frTkZ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি গুরুতর অসুস্থ। পরিস্থিতি জটিল হওয়ায় দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই বছর এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। ৯৭ বছর বয়সী আদভানিকে এর আগে জুলাই মাসে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বার্ধক্যজনিত সমস্যার জন্যেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
Veteran BJP leader Lal Krishna Advani admitted to Apollo Hospital in New Delhi pic.twitter.com/uiolHBHewB
— IANS (@ians_india) December 14, 2024
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। গত মাসেই ৯৭ তম বর্ষে পা দেন লালকৃষ্ণ আদভানি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চলতি বছরের মার্চ মাসেই দেশের সর্বোচ্চ সম্মান, ভারত রত্নে পুরষ্কৃত করা হয় লালকৃষ্ণ আদভানিকে।
১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদভানি। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকারেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আদভানি। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us