New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের গ্রামাঞ্চলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও তিন শিশু নিহত হয়েছে। সিরাস এসআর-২২ বিমানটি ক্যানবেরা থেকে উড্ডয়ন করে এবং স্থানীয় সময় বিকাল ৩টার দিকে সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) দূরে কুয়ানবিয়ান শহরের কাছে বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে আগুনে লাগার খবর পেয়ে জরুরি সেবা দলগুলো ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল কর্মীরা আগুন নেভায়, তবে কেউ বেঁচে নেই।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us