/anm-bengali/media/media_files/46Skvifqat9LJ6PuWcAn.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে হাসপাতালের এক পরিচালক ও লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
পৃথক হামলায় হিজবুল্লাহর চার যোদ্ধা নিহত হয়েছে বলে গোষ্ঠীটি ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
৭ অক্টোবরের হত্যাযজ্ঞের পর লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সমর্থনে সীমান্ত পেরিয়ে রকেট হামলা শুরু করার পর চার মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গুলি বিনিময় চলছে।
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
আল-সাওয়ানা গ্রামে ইসরায়েলি হামলায় এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি ও অন্য তিন নিরাপত্তা সূত্র জানিয়েছে, নাবাতিয়েহ শহরের একটি ভবনে বিমান হামলায় আরও চার শিশু, তিন নারী ও এক পুরুষ নিহত হয়েছে। এই ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওয়াজনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us