বাড়ির মেঝেতে নামল ধস, আতঙ্কে এলাকাবাসী

ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হল ব্যারিকেট।

author-image
Adrita
New Update
f

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: আচমকা বাড়ির মেঝেতে ধস। ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। তারপরই আজকে সকাল পর্যন্ত পাশাপাশি ১২ টি বাড়ি থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়। আতঙ্কিত অন্ডালের কাজোড়ার কুষ্ঠ কলোনিবাসী। ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা ও প্রশাসনিক আধিকারিকরা।

ক্ষতিগ্রস্তদের সরানো হলো অন্যত্র। ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হল ব্যারিকেট। অন্ডালের কাজোড়ার কুষ্ঠ কলোনি এলাকার একটি বাড়ির ভেতর ধসের ঘটনা ঘটে। ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশেই রয়েছে একটি আইসিডিএস সেন্টার। পারুল ফুলমালি মেয়ের সেই ধসে পা চলে যায়। তার মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। 

এলাকার আরো বেশ কয়েকটি বাড়িতেও এই ঘটনা ঘটায় তাঁরাও আতঙ্কিত। স্থানীয়দের একাংশের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ যে পরিমাণ কয়লা উত্তোলন করে সেইপরিমাণ বালি ফিলিং করে না। যার ফলে বারংবার এই ধসের ঘটে বলে অভিযোগ । ওই পরিবারগুলিকে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ।

স

cityaddnew

স