দলের পর এবার পরিবার থেকেও বহিষ্কার! লালুপ্রসাদের বড় সিদ্ধান্ত তেজ প্রতাপকে নিয়ে

তেজ প্রতাপ যাদবের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন লালু প্রসাদ যাদব। জানালেন, দল ও পরিবার—দু'জায়গা থেকেই ছয় বছরের জন্য বহিষ্কার করা হল তেজকে।

author-image
Debapriya Sarkar
New Update
lalu prasad yadav

নিজস্ব সংবাদদাতা : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে দল ও পরিবার থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছেন। তিনি বলেন, তেজ প্রতাপের ব্যক্তিগত আচরণ ও জনসম্মুখের চলন আমাদের পারিবারিক মূল্যবোধের সঙ্গে মিলছে না। তাই তাকে দল এবং পরিবার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

TEJ PRATAP YADAV

লালু আরও উল্লেখ করেছেন, যারা তেজ প্রতাপের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে তেজ প্রতাপের দল বা পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না।