New Update
/anm-bengali/media/media_files/KxDXijb8NDOKBGpJXIqb.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে চলছে অবিরাম বৃষ্টি। বৃষ্টির জেরে এখন বেশ ভয়েই দিন কাটাচ্ছেন হিমাচলবাসী। যে সব খাদ শুকনো দেখতেই অভ্যস্ত মানুষজন, আজ তার রূপ ভয়ঙ্কর। আর এতেই বিপদ কড়া নাড়ছে হিমাচলের বুকে।
এমনই এক টুকরো ছবি ধরা পড়ল কুল্লুতে। কুল্লুর অতি পরিচিত খাদ লাঘাতি খাদ। এই মুহুর্তে সেই খাদ দানবের রূপ নিয়েছে। জলের স্রোত দেখলে যে কেউ ভয় পাবেন। কার্যত ফুঁসছে বিয়াস নদী। আর তারই জল বইছে লাঘাতি খাদ দিয়ে। এতেই বিপদে পড়েছে কুল্লুর বাসিন্দারা। কুল্লু বাস স্ট্যান্ডের কাছে সেই ছবিই ধরা পড়ল।
#WATCH | Under the impact of incessant rainfall in Himachal Pradesh, Lagghati Khad in Kullu swells.
— ANI (@ANI) July 10, 2023
Visuals near Kullu Bus Stand. pic.twitter.com/Vt8ul1rU4u
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us