মহা সমস্যা, পঞ্চায়েত ভোটে বয়কট TMC!

রাজ্য সরকারকে আরও বড় হুঁশিয়ারি দিল আদিবাসী কুড়মি সমাজ (Kurmi)। দাবি না মানলে আসন্ন পঞ্চায়েত ভোটে (Election) তৃণমূলকে (TMC) বয়কট করা হবে বলে জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।

author-image
Pritam Santra
New Update
tmc

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারকে আরও বড় হুঁশিয়ারি দিল আদিবাসী কুড়মি সমাজ (Kurmi)। দাবি না মানলে আসন্ন পঞ্চায়েত ভোটে (Election) তৃণমূলকে (TMC) বয়কট করা হবে বলে জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, "কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির দাবিতে সিআরআই কমেন্ট ও জাস্টিফিকেশন রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে টালবাহানা করছে রাজ্য সরকার। প্রতিবাদে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দলকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"