/anm-bengali/media/media_files/vFmAbEuPJI2O07LhNXq7.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকরা বলেন," মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না?"
ওঁরা বললেন," মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না?"
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 18, 2024
জবাব," @MamataOfficial তো ধর্নামঞ্চে গেছিলেন। জ্যোতিবাবুর মত পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেননি। @MamataOfficial নিজের বাড়িতে বৈঠক করেছেন, নবান্নেও। আপনারা যখন যেখানে ইচ্ছে বসবেন, আর মুখ্যমন্ত্রীকে ততবার যেতে হবে? তদন্তে CBI, মামলা…
জুনিয়র ডাক্তারদের জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইটে বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ধর্নামঞ্চে গেছিলেন। জ্যোতিবাবুর মত পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেননি। মুখ্যমন্ত্রী মমতা নিজের বাড়িতে বৈঠক করেছেন, নবান্নেও। আপনারা যখন যেখানে ইচ্ছে বসবেন, আর মুখ্যমন্ত্রীকে ততবার যেতে হবে? তদন্তে CBI, মামলা কোর্টে, পরিকাঠামো বাড়াচ্ছে সরকার। সেখানে অনশন যুক্তিসঙ্গত নয়। কিছু লোকের প্ররোচনায় রাজনৈতিক চিত্রনাট্যে কয়েকটি ছেলেমেয়ের শরীরে চাপ দিয়ে অরাজকতার চেষ্টা হচ্ছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us