/anm-bengali/media/media_files/L0ExEKkl96PJ4fpEZ1yN.jpg)
নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী ফলাফল প্রকাশের পর স্পষ্ট বোঝা গিয়েছিল যে, বাংলার মানুষ তৃণমূল সরকারের উপরেই আস্থা রেখেছে। কিন্তু, তৃণমূল সরকার প্রদত্ত ভাতা ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিরোধী শিবির থেকে নানান কটাক্ষমূলক মন্তব্য আসতে শুরু করে। অনেকেই মন্তব্য করেন যে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো নানান ভাতা দিয়ে ভোট কিনেছে তৃণমূল।
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
এই সম্পর্কে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "পরবর্তী 'দুয়ারে সরকার' শিবিরে একটা 'ফেরত' কাউন্টার রাখা হোক।
/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)
যাঁরা বা যে সব দল লক্ষ্মীর ভান্ডার এবং পরিষেবাগুলি নিয়ে কটাক্ষ করছেন, তাঁরা সদলে, সপরিবারে গিয়ে ফেরত দিয়ে আসুন।"
পরবর্তী 'দুয়ারে সরকার' শিবিরে একটা 'ফেরত' কাউন্টার রাখা হোক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 7, 2024
যাঁরা বা যে সব দল লক্ষ্মীর ভান্ডার এবং পরিষেবাগুলি নিয়ে কটাক্ষ করছেন, তাঁরা সদলে, সপরিবারে গিয়ে ফেরত দিয়ে আসুন।
/anm-bengali/media/post_attachments/59989fea33159b166390965e97bc725fd1ca6fbbfc934da45477220fbd150462.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us