/anm-bengali/media/media_files/ekWT69mW9zSWOZ1ZPKP4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি মহাকাশ থেকে ফেরার পথে কল্পনা চাওলার ভয়ঙ্কর মৃত্যু ছিল এক ট্র্যাজেডি। সেদিনের কথা স্মরণ করে সম্প্রতি কুণাল ঘোষ তার 'x' হ্যন্ডেলে লিখেছেন, "1 Feb, 2003. মহাকাশ থেকে ফেরার পথে কল্পনা চাওলার ভয়ঙ্কর মৃত্যু। সেই খবর কাগজে আট কলম ব্যানার হেডিংয়ে বসাতে বুকটা ফেটে যাচ্ছিল। 19 March 2025, বাইশ বছর পর, যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে সুনীতা উইলিয়ামসের ফিরে আসার খবর করতে এটা বড় আনন্দ, গর্ব কাজ করছে।"/anm-bengali/media/post_attachments/fd87c9b5-97c.png)
কুণাল ঘোষ আরও লেখেন, "শাপমোচন। নারীশক্তির জয়গান। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশবিজ্ঞানী, বিশেষত মহিলা মহাকাশচারীদের স্যালুট। কল্পনা, আপনার ঘটনাটা খুব মনে পড়ছে। আপনি হয়ত ফেরেননি। কিন্তু, আপনি ছিলেন, আছেন এবং এক অমর দৃষ্টান্ত হয়ে থাকবেন।"
1 Feb, 2003. মহাকাশ থেকে ফেরার পথে কল্পনা চাওলার ভয়ঙ্কর মৃত্যু। সেই খবর কাগজে আট কলম ব্যানার হেডিংয়ে বসাতে বুকটা ফেটে যাচ্ছিল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 19, 2025
19 March 2025, বাইশ বছর পর, যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে সুনীতা উইলিয়ামসের ফিরে আসার খবর করতে এটা বড় আনন্দ, গর্ব কাজ করছে।
শাপমোচন।
নারীশক্তির… pic.twitter.com/em2AVNkEbj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us