/anm-bengali/media/media_files/2DB0g3eLi4Pr2HDvWT2R.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই তিনি ভীষণ ব্যস্ত। কেননা আজ ছিল বহু প্রতীক্ষিত এবং সমান ভাবে আলোচিত, পঞ্চায়েত নির্বাচন। সেই দিকেই মূলত নজর রাখতে হয়েছিল তাঁকে। তাই আর সময় হয়নি শ্রদ্ধা জানানোর।
কিন্তু দিন শেষ হওয়ার আগে শ্রদ্ধা জানালেন কুণাল ঘোষ। কাকে? আজ রাজ্যেরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন। আজ জ্যোতি বসুর জন্মদিন। তাই তাঁর এক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “জন্মবার্ষিকীতে প্রণাম। Album বলছে, 1992। এক তরুণ সাংবাদিক কথা বলছে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে”। আর এই সাথেই রয়েছে সেই বিরল ছবিটি।
জন্মবার্ষিকীতে প্রণাম। Album বলেছে, 1992। এক তরুণ সাংবাদিক কথা বলছে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে। pic.twitter.com/g4dsmmpr3h
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 8, 2023
তবে এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা, এই সম্মান প্রদান বোধহয় আরও একটু আগে করা যেত!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us