নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন যে, "মমতা ব্যানার্জীর নেতৃত্বে অভিষেক ব্যানার্জীর সেনাপতিত্বে তৃণমূল এবার বাংলায় ৩০-৩৫টি আসন পাবে, সংখ্যা বাড়তে পারে।
/anm-bengali/media/media_files/HIE47DxpHFlaChKX3sLH.jpg)
ভোট শতাংশে গড়ে ৫৮-৬২% ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি ৩০-৩২%। আসন ৫ থেকে ১১র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন 0।
* ২৪/৩/২৪ এর পরিস্থিতি অনুযায়ী।"
/anm-bengali/media/media_files/Ur9kszCTyBP34kgQ6tbr.jpg)
/anm-bengali/media/post_attachments/8e33e15da48da01a7d43b5d93794fe9b8de25956124e59db78a7d34f634eeaab.webp)
/anm-bengali/media/post_attachments/866e9cfe40f8b66014e812c647a102f36c59a938cd7cd911d4784538dcb0ac81.jpeg)
/anm-bengali/media/post_attachments/6ad7903aed523f94e12fbc7fdbd4b9bb2381998c47238c6a2c53ba7744aeeb7e.jpeg)
/anm-bengali/media/post_attachments/152c840173e6e7db8f2fe98d960b9346d8186aad4305c166689d2541d90bdc5a.jpeg)
বাম-কংগ্রেসের আসন শূন্য!
ভোটের আগেই ভোট পরিসংখ্যান প্রকাশ্যে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন যে, "মমতা ব্যানার্জীর নেতৃত্বে অভিষেক ব্যানার্জীর সেনাপতিত্বে তৃণমূল এবার বাংলায় ৩০-৩৫টি আসন পাবে, সংখ্যা বাড়তে পারে।
ভোট শতাংশে গড়ে ৫৮-৬২% ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি ৩০-৩২%। আসন ৫ থেকে ১১র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন 0।
* ২৪/৩/২৪ এর পরিস্থিতি অনুযায়ী।"