অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ কুণালের!

বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে উপদেশ দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
justice ganguly Kunal ghosh

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিদ্রুপ করে উপদেশ দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ।

c

তিনি লিখলেন যে, "শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়,পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে।
দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।

kunalll.jpg


যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না।
এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।
শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।"

publive-image

publive-image

publive-image

ADDD