রাজভবনে হয়ে গেল ‘চক্রান্তমূলক বৈঠক’?

বৃহস্পতিবার রাজভবনে দেখা করতে গিয়েছিলেন রাজ্যে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। একই সাথে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন বিএসএফ-এর স্পেশাল ডিজি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kunal new

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোট পেরিয়ে গেলেও ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত রাজ্যে। বিভিন্ন জায়গা থেকেই আসছে মৃত্যুর খবর। যা নিয়ে চিন্তিত প্রশাসনও। আর এই বিষয়কে হাতিয়ার করছেন বিরোধীরাও। ক্রমাগত বিরোধীদের তীর্যক তিরে বিদ্ধ হচ্ছেন মুখ্যমন্ত্রী। অবশ্য তার পাল্টা দিচ্ছে ঘাসফুল শিবিরও। এমন ভাবেই এদিন ফের আক্রমণাত্মক হয়ে উঠলেন তৃণমূলের মুখপাত্র।

এদিন মূলত রাজভবনে দেখা করতে গিয়েছিলেন রাজ্যে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। একই সাথে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন বিএসএফ-এর স্পেশাল ডিজি। এমন সময়ই আক্রমণাত্মক টুইট করলেন কুণাল ঘোষ। 

টুইটে তিনি লিখেছেন, ‘রাজভবনে একটি চক্রান্তমূলক বৈঠক হবে বলে খবর পাচ্ছি। রাজ্যপাল, বিজেপির কেন্দ্রীয় টিম, রাজ্য নেতা দু’একজন। সেখানে ব্লকের নেতা গদ্দার আসছে। কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের ডাকা হয়েছে শুনলাম। বিজেপি, কেন্দ্রীয় সরকার, রাজ্যপাল মিলেমিশে একাকার। দলদাস রাজ্যপাল, এসবে বাংলায় কিছু হবে না’।

এদিন এই ভাবেই ফের একবার রাজ্যপালের উদ্দেশ্যে তীর্যক পূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। অবশ্য বিরোধীদের তরফ থেকে এই বিষয়ে এখনও পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি।