নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চললেও, এই সপ্তাহে অনেকটাই বৃষ্টির পরিমাণ কমেছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
/anm-bengali/media/media_files/gcVWlgEbOT6jNVDVa82H.jpg)
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ আবার রাজ্যের চারটি বিধানসভায় উপ-নির্বাচনও রয়েছে।
/anm-bengali/media/media_files/UarceCmZazLGEPEH9iW2.jpg)
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভোটের দুপুরে বৃষ্টি হতে পারে কলকাতায়। আজ শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৪ শতাংশ।
/anm-bengali/media/post_attachments/625e5884a7e85eed603e6e8f5363809db5bfa20b11a686342d97c8f2ec29a65b.webp)