নিজস্ব সংবাদদাতা: আজ কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
/anm-bengali/media/media_files/UNn8JczIhdsgN1pExYf0.jpg)
শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
/anm-bengali/media/media_files/xoOB5XUKtXmu1Hryua2f.jpg)
তিলোত্তমায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৬%। ফলে বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তির শিকার হতে হবে কলকাতাবাসীকে।
/anm-bengali/media/post_attachments/5fd8b582439c3d5a0c3f7cc5e6b557fc04eb43dbb0880962c49fca6e246bcbb1.webp)