শহীদ দিবসের নিরাপত্তায় থাকছেন কত পুলিশ?

২১ জুলাই উপলক্ষ্যে কলকাতা পুলিশের প্রায় পাঁচ হাজার কর্মী মোতায়েন থাকবেন আগামীকাল। হেভিওয়েট রাজনীতিকদের কথা মাথায় রেখে, নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হচ্ছে না বলেই জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (47) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই ২১ জুলাই। তার আগে নিরাপত্তা আঁটোসাঁটো কলকাতা জুড়ে। নিরাপত্তা, যান-চলাচল ও আইন-শৃঙ্খলা - মূলত এই তিনটি বিষয়ের উপরেই জোর দিচ্ছে কলকাতা পুলিশ।

যা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের প্রায় পাঁচ হাজার কর্মী মোতায়েন থাকবেন আগামীকাল। হেভিওয়েট রাজনীতিকদের কথা মাথায় রেখে, নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হচ্ছে না ২১ জুলাইকে ঘিরে। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি যান-চলাচলের ক্ষেত্রে এবং শহরের সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টির দিকেও নজর রাখছে পুলিশ।

যা জানা যাচ্ছে, ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৩১ জন অফিসার থাকছেন একুশে জুলাইয়ের জন্য। পাশাপাশি যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার থাকবেন। একইসঙ্গে বহুতল বিল্ডিংগুলির ছাদ থেকেও নজরদারি চালাবে পুলিশ। ২০টি ছাদ বেছে নেওয়া হয়েছে এর জন্য। এছাড়া ১৮টি অ্যাম্বুলেন্স, ৪৮টি কিয়স্ক প্রস্তুত রাখা হবে বলে খবর। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি দল এবং কুইক রেসপন্স টিমের ৬টি দলকেও প্রস্তুত রাখা হচ্ছে একুশে জুলাইয়ের জন্য।