কালীপুজোয় দিঘা যাবেন? লক্ষ্মীপুজোয় জেনে নিন আপডেট

কালীপুজোতে কে কে দিঘা ভ্রমণের প্ল্যান করছেন? তার আগে জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট। নইলে পস্তাবেন। এখানে করুন ক্লিক।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
cyclone.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে রোদ ঝলমলে পরিবেশ আর বেশ ঠান্ডার আমেজ দিঘায়। শুক্রবার সারাদিন মেঘলা আকাশ থাকলেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দ্রুতই। উত্তুরে হওয়ার দাপটে মেঘ সরিয়ে সকাল সকাল রোদ দেখা দিল দিঘাসহ পূর্ব মেদিনীপুর জেলায়। হাওয়া অফিস বলছে লক্ষ্মীপুজোর পর ক্রমশই কমবে দিঘাসহ জেলার তাপমাত্রা। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও রাতে নিম্নমুখী তাপমাত্রার পারদ। এখনই আবহাওয়ার বড়সড় পরিবর্তন কিছু হচ্ছে না। এই জেলার কাঁথি শহরেও চলতি সপ্তাহের শেষে আবহাওয়া বদল হতে পারে। এখানেও কমবে তাপমাত্রা।