দেশে নতুন ক্ষেপণাস্ত্র, তত্ত্বাবধান স্বয়ং কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-কে নিয়ে জানা গেল বড় খবর।

New Update
।কন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 'নতুন ধরনের ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপের ক্ষেপণাস্ত্র' পরীক্ষা চালিয়েছেন।

add 4.jpeg

চলতি বছর এখন পর্যন্ত কিম দক্ষিণ কোরিয়াকে তার দেশের 'প্রধান শত্রু' ঘোষণা করেছেন, পুনরেকত্রীকরণ ও প্রচারণায় নিবেদিত সংস্থাগুলোকে বরখাস্ত করেছেন এবং 'এমনকি ০.০০১ মিলিমিটার' আঞ্চলিক লঙ্ঘনের জন্য যুদ্ধের হুমকি দিয়েছেন।

স্ব

সূত্রে খবর, পিয়ংইয়ং একের পর এক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, 'জলের নিচে পারমাণবিক অস্ত্র ব্যবস্থা' পরীক্ষা এবং সলিড-ফুয়েলড হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ অস্ত্র পরীক্ষা দ্বিগুণ করেছে।

স

সিউলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি শনাক্ত করেছে।

স