কংগ্রেস কেরালা-বিরোধী?

কংগ্রেসের ১৮ জন সদস্যের সাংসদদের দল কেরালা বিরোধী পন্থা অবলম্বন করছে। কংগ্রেসের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

author-image
Shroddha Bhattacharyya
New Update
DFRTYU8I9

নিজস্ব সংবাদদাতা: কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, "বিজেপির ঘৃণার আদর্শকে কেরালায় স্থান দেওয়া যায় না। সেই কারণেই বিজেপি ক্রমাগত কেরালা বিরোধী পন্থা অবলম্বন করছে।

Congress stand aligns with Sangh Parivar': Kerala CM Pinarayi Vijayan slams  INDIA ally | Latest News India - Hindustan Times

কিন্তু কংগ্রেসের ১৮ জন সদস্যের সাংসদদের দল কেন কেরালা বিরোধী পন্থা নিল? মানুষ এর বিচার করবে।"

Pinarayi Vijayan: 'Bharat Mata Ki Jai, Jai Hind Coined By Muslims': Kerala  CM Pinarayi Vijayan | India News - Times Now

Add 1