/anm-bengali/media/media_files/hNbfp4KEMv0WMticyvBG.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রতন টাটার প্রয়াণে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেছেন, "অনেক উদ্যোক্তার কাছে শতাব্দীর অন্যতম প্রভাবশালী ছিলেন রতন টাটা। নতুন ব্যবসা তৈরি, উদ্ভাবন এবং তার সমস্ত উদ্যোগে মানবিকতার বোধ থাকার জন্য তাঁর আবেগ, তিনি কখনই শীর্ষ বিলিয়নিয়ার তালিকায় স্থান পাননি। তাঁর দানশীলতা অন্যদের জন্য সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। তাঁর মৃত্যু শুধু ইন্ডাস্ট্রির জন্য নয়, দেশের জন্যও অপূরণীয় ক্ষতি।"
#WATCH | Bengaluru: On the demise of Ratan Tata, Karnataka Minister Priyank Kharge says, "Ratan Tata was one of the greatest influencers of the century, for a lot of entrepreneurs. His passion for creating new businesses, innovation, and having a sense of humanness in all his… pic.twitter.com/LP0cH32Gvm
— ANI (@ANI) October 10, 2024
প্রসঙ্গত, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি রতন টাটার জীবনাবসান। অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বয়স বাড়লেও কাজের জগতে সক্রিয় ছিলেন রতন টাটা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সক্রিয়। টাটা সনস সংস্থাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছে, সংস্থার যা কর্মকাণ্ড, তা কার্যত এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের শিল্পের জগতে। গত ৬ অক্টোবর মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে। অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে যখন উদ্বেগ বাড়ে, তখন সোশ্যাল মিডিয়ায় আসে রতন টাটার বার্তা। তিনি জানান, তিনি সুস্থই আছে। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু বুধবার ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। আর ফেরা হল না কিংবদন্তী শিল্পপতির। রাতেই এল তাঁর মৃত্যুর খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us