/anm-bengali/media/media_files/UsOuKkSJpxTTHmt7Hyqx.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত জুনিয়র ডাক্তাররা। যেকোনও জায়গায় যেকোনও সময় প্রশাসনের সঙ্গে নিজেদের দাবি নিয়ে আলোচনায় প্রস্তুত আন্দোলনকারী চিকিৎসকরা। ওই মর্মে নবান্নে বার্তা পাঠিয়েছে তারা। তবে গতকাল ১০ প্রতিনিধিকে নিয়ে যে আলোচনার কথা বলা হয়েছিল সেটা বাড়িয়ে কমপক্ষে ৩৫ জন করতে বলা হয়েছে।
/anm-bengali/media/media_files/l6hNhhEhwcgESh07gHdR.jpg)
বুধবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ জানালেন, তারা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। ৩৫ জনকে যাওয়ার অনুমতি দিতে হবে। তাহলেই নবান্নে বৈঠকে বসতে প্রস্তুত তাঁরা। কিন্তু অবস্থান থেকে আপাতত সরছেন না আন্দোলনকারীরা। তাদের দাবিগুলিকে নিয়ে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের কি অবস্থান সেটা জানতে চান জুনিয়র চিকিৎসকরা। এদিন বেলা বাড়তেই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়ককে দেখে ‘গো ব্যাক’ স্লোগান তুলবলেন জুনিয়র ডাক্তাররা।
/anm-bengali/media/media_files/SaKqxC7QMMiDFEdLbfOr.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us