রাত পেরিয়ে সকালে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে আন্দোলনকারীরা

বৃষ্টি মাথায় নিয়ে মঙ্গলবার রাতভর অবস্থানে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। রাতে তাঁদের অবস্থান মঞ্চে এসেছিল নির্যাতিতার পরিবার। বুধবার ভোর হতেই চিকিৎসকরা স্লোগান দিতে থাকেন, ভোর হল, দোর খোল, দুয়ারে ডাক্তার এলো রে!

author-image
Shreyashree Banerjee
New Update
ডাক্তার

নিজস্ব সংবাদদাতা: রাত পেরিয়ে সকালেও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় আন্দোলনকারীরা। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিলেন। সেই সময় পেরিয়ে গেলেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র জাক্তাররা সাফ জানিয়েছে, যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা আন্দোলনে অবস্থান করবেন।

protest in rain

বৃষ্টি মাথায় নিয়ে মঙ্গলবার রাতভর অবস্থানে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। রাতে তাঁদের অবস্থান মঞ্চে এসেছিল নির্যাতিতার পরিবার। বুধবার ভোর হতেই চিকিৎসকরা স্লোগান দিতে থাকেন, ভোর হল, দোর খোল, দুয়ারে ডাক্তার এলো রে! স্বাস্থ্য ভবনের আশেপাশের দেওয়ালেও রাজ্য সরকারের  দুয়ারে সরকার পকটাক্ষকে কটাক্ষ করে লেখা হয়েছে এই ধরনের নানা স্লোগান।  ডাক্তারদের অবস্থানে এসেছেন হাজির হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা। যদিও মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করার আহ্বান জানিয়েছিলেন প্রতিবাদী চিকিৎসকদের। মেল করা হয়েছিল নবান্নের তরফে। কিন্তু সেই ডাকে সাড়া দেননি জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, যেভাবে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে তা 'অপমানজনক'।

junior doctors swasthya bhawan abhijan