গোয়ালডাঙা স্কুলে শিক্ষার নতুন দিগন্ত, উদ্বোধন করলেন জুন মালিয়া

মেদিনীপুরের গোয়ালডাঙা প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন করলেন সাংসদ জুন মালিয়া। বিধায়ক থাকাকালীন তহবিল থেকেই শুরু হয়েছিল এই প্রকল্প।

author-image
Debapriya Sarkar
New Update
June

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার গোয়ালডাঙা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন করলেন অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এদিন নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জানা গিয়েছে, জুন মালিয়া যখন বিধায়ক ছিলেন, সেই সময়ই বিধায়ক তহবিল থেকে এই শ্রেণিকক্ষ নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল। বিদ্যালয়ের দীর্ঘদিনের চাহিদা ছিল আরও শ্রেণিকক্ষের, কারণ আগে একটি কক্ষে একাধিক শ্রেণির পাঠদান চলতো, যার ফলে পড়ুয়াদের পড়াশোনায় সমস্যা হতো।

june maliaah.jpg

নতুন শ্রেণিকক্ষ উদ্বোধনের পাশাপাশি জুন মালিয়া এদিন কিছু সময় কাটান পড়ুয়াদের সঙ্গে। শিশুদের সঙ্গে গল্প করেন, তাদের পড়াশোনা ও খেলাধুলায় আরও মনোযোগী হতে উৎসাহ দেন। এই উপলক্ষে জুন মালিয়া বলেন, "বিধায়ক থাকাকালীন বিদ্যালয়ের এই সমস্যার কথা জানতে পেরে আমি শ্রেণিকক্ষ নির্মাণের ব্যবস্থা করেছিলাম। আজ তা বাস্তবে রূপ নিয়েছে দেখে ভাল লাগছে।"

নতুন শ্রেণিকক্ষ পেয়ে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়ারা। সকলের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সাংসদ জুন মালিয়া।