ব্রেকিং: ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থল JU

চলতি বছরেই যাদবপুরে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয় ১৮ বছরের ওই পড়ুয়া। যা জানা যাচ্ছে, প্রথম দিনের ক্লাসেই অনুপস্থিত ছিল সে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু, বাড়ি নদীয়ার বগুলায়।

যা জানা যাচ্ছে, চলতি বছরেই যাদবপুরে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন ১৮ বছরের স্বপ্নদীপ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতকাল বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল সে। আর তারপর মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার আওয়াজ পান। দেখা যায় নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্বপ্নদীপ। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাতেই বাকি হোস্টেল পড়ুয়ারা পাশের কেপিসি মেডিক্যালে নিয়ে যান। আর আজ ভোররাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

যা জানা যাচ্ছে, ময়নাতদন্ত হবে তাঁর দেহের। ইতিমধ্যেই, স্বপ্নদীপের পরিবারজনেরা হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। কি কারণে এই ঘটনা ঘটল? আত্মহত্যা নাকি অন্য কোনও বিষয় তা খতিয়ে দেখছে পুলিশ।