New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে একটি চিকিৎসা সহায়তা প্যাকেজ পাঠানো হয়েছে।
বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, "আমাদের নির্ভীক বিমান বাহিনীর সদস্যরা মধ্যরাতে গাজার জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা অবতরণ করে। গাজায় যুদ্ধে আহত আমাদের ভাই-বোনদের সহায়তা করা আমাদের কর্তব্য। আমরা সবসময় ফিলিস্তিনি ভাইদের পাশে থাকব।"
বাদশাহ গাজায় ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন এবং বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us