New Update
/anm-bengali/media/media_files/uQRzVLayUdM1uYDoJDht.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৬নং খিরাই অঞ্চলে আজকে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রার আয়োজন করা হয়েছিল। সেই জনসংযোগ যাত্রা চলাকালীন খিরাই অঞ্চলের ২৫ টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন।
/anm-bengali/media/media_files/PFU5eLfaVaFhEjyT7FYj.jpg)
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেম্বার তথা পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতির হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদের সঙ্গে ছিলেন পিংলা ব্লকের ৬ নং খিরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষীকান্ত মান্না সহ অনান্যরা। আজ এরা সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করে দলের কাজ করবেন।
/anm-bengali/media/media_files/5NNUh9lDKtKfjKnc32Jc.jpg)
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি জানান, '' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে দেখে এনারা আজ আমাদের দলে যোদদান করলেন। আমরা ওনাদের স্বাগত জানালাম। ''
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us