দুর্নীতির কেলেঙ্কারি...নির্বাচনে ৩টি আসনে হেরে গেল শাসক দল!

জাপানের ক্ষমতাসীন দল নিয়ে জানা গেল বড় খবর।

New Update
কজ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক তহবিল কেলেঙ্কারিতে জর্জরিত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ক্ষমতাসীন দল রবিবারের পার্লামেন্ট উপনির্বাচনে তিনটি আসনেই হেরেছে বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পরাজয়কে ভোটারদের শাস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে গত বছর শুরু হওয়া কয়েক বছর ধরে চলা দুর্নীতির কাহিনীর সঙ্গে সম্পৃক্ততার জন্য, যা কিশিদার নেতৃত্বকে খাটো করেছে। তবে বিরোধীদের ভঙ্গুরের কারণে তার দলের ক্ষমতা হারানোর সম্ভাবনা কম।

এলডিপির মহাসচিব তোশিমিতসু মোতেগি বলেন, 'ফলাফল অত্যন্ত মারাত্মক। আমরা বিনীতভাবে গুরুতর ফলাফল গ্রহণ করছি এবং আমরা সংস্কার ও চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে জনগণের কাছ থেকে আস্থা ফিরে পেতে যথাসাধ্য চেষ্টা করব।'

Add 1

সূত্রে খবর, উদারপন্থী প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (সিডিপিজে) শিমানে, নাগাসাকি ও টোকিওর তিনটি আসনেই জয় নিশ্চিত করেছে।