/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে গেল অগ্নিবীণা এক্সপ্রেস। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর স্টেশন-সংলগ্ন এলাকায়। ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, এদিন রাতে জামালপুর থেকে ঢাকার দিকে রওনা হয় অগ্নিবীণা এক্সপ্রেস। রাত ৮টা ৭মিনিট নাগাদ ময়মনসিংহ স্টেশন থেকে রওনা দেয় ট্রেনটি। তারপর রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে কিছুটা যাওয়ার পরই লাইনচ্যুত হয়ে যায় অগ্নিবীণা এক্সপ্রেসের ৩টি বগি। চালক বুঝতে পেরে আপৎকালীন ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ জংশনের তরফে জানানো হয়েছে, লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেসের বগিগুলো সরাতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলো লাইনের উপর থেকে না সরানো পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রীদের অন্য ট্রেনে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us