গুজরাটে বিদেশি শিক্ষার্থীদের সম্বর্ধনায় যোগ দিলেন এস. জয়শঙ্কর

গুজরাটের বডোদরায় পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি আজ পরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

author-image
Debapriya Sarkar
New Update
s jaishankarty2.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ গুজরাটের বডোদরা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি পরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিদেশি শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

s jaishankar            n

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সমাবর্তনে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন এবং বিদেশমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে ভারত-বিদেশ শিক্ষা ও সাংস্কৃতিক আদানপ্রদানের গুরুত্ব তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

পরুল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের এই সফর সেই উদ্যোগকে আরও উৎসাহ দেবে বলে মত বিশ্লেষকদের।