/anm-bengali/media/media_files/0f6FgOhH7Hlctb0ML01G.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ গুজরাটের বডোদরা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি পরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিদেশি শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সমাবর্তনে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন এবং বিদেশমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে ভারত-বিদেশ শিক্ষা ও সাংস্কৃতিক আদানপ্রদানের গুরুত্ব তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
পরুল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের এই সফর সেই উদ্যোগকে আরও উৎসাহ দেবে বলে মত বিশ্লেষকদের।
#WATCH | EAM Dr S Jaishankar arrives at Vadodara International Airport, Gujarat. He will participate in the Convocation Ceremony of Foreign National Students at Parul University later today. pic.twitter.com/aBPLmJ7XE5
— ANI (@ANI) May 30, 2025