আংটি কাণ্ডে এবার নিশানায় জেলের সুপার

জেল সুপার দেবাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইন ভাঙা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হল এবার। এই মর্মে আগেই আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে জানতে চেয়েছিল। তবে কারা দফতরের রিপোর্টে সন্তুষ্ট ছিল না আদালত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: পার্থ চট্টোপাধ্যায়ের আংটি কাণ্ডে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করলেন ডিআইজি কারা।

যা জানা যাচ্ছে, জেল সুপার দেবাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইন ভাঙা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আদালত কারা দফতরের কাছে আগেই রিপোর্ট চেয়ে জানতে চেয়েছিল। তবে কারা দফতরের রিপোর্টে সন্তুষ্ট ছিল না আদালত। আর তারপরই জেলের সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ডিআইজি কারা।