New Update
/anm-bengali/media/media_files/uwWYz7yZcNIf3YjVMfV8.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এবছর দু’দিন ধরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। গতকাল বিভিন্ন জায়গাতেই পালিত হয়েছে এই উৎসব। আর আজও সকাল থেকে দেখা গেল সেই চিত্র। আর এরই মধ্যে বেশ খানিকটা দায়িত্ব বেড়ে গেল আইটিবিপি কর্মীদের।
যা জানা যাচ্ছে, হিমাচল প্রদেশের একটি গ্রামের স্থানীয় মহিলা ও মেয়েরা আজ রাখি বন্ধন উপলক্ষে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ কর্মীদের রাখি পড়িয়ে দিয়েছে। মূলত, সেই এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইটিবিপির কর্মীরা। তাই এই রাখি বন্ধনের পর তাঁদের স্থানীয় বাসিন্দাদের প্রতি নিরাপত্তার দায়িত্ব আরও একটু বেড়ে গেল, তা বলাই যায়।
#WATCH | Local women and girls of a village in Himachal Pradesh tied rakhi to Indo-Tibetan Border Police (ITBP) personnel on the occasion of #RakshaBandhan
— ANI (@ANI) August 31, 2023
(Source: ITBP) pic.twitter.com/MTlZ9G3MzL
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us