ভয়াবহ যুদ্ধ, দেশের ক্যান্সার হাসপাতালে হামলা! কান্না, সব শেষ

ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত গাজা।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলি হামলায় গাজার শীর্ষস্থানীয় ক্যান্সার হাসপাতাল, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সোমবার জানিয়েছেন হাসপাতালের পরিচালক সোভি স্কাইক। 

স্কাইক বলেন, "ভবনটির তৃতীয় তলায় সরাসরি আঘাত লেগেছে, এতে অক্সিজেন ও জল সরবরাহের ক্ষতি হয়েছে, তবে ভিতরে থাকা কেউ আহত হননি। সবচেয়ে মারাত্মক ক্ষতি হল উদ্বেগ এবং আতঙ্ক যা রোগীদের আক্রান্ত করে।" 

তিনি বলেন, 'আমরা আশা করি, বিমান হামলার ফলে হাসপাতালের বিছানায় কোনো ক্যান্সার রোগী মারা যাবে না।'