New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, লেবানন থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমানগুলো হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তিনি বলেন, 'হামলার সময় হিজবুল্লাহর একটি সামরিক কম্পাউন্ড ও পর্যবেক্ষণ চৌকিসহ সন্ত্রাসী অবকাঠামোলক্ষ্য করে হামলা চালানো হয়।'
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us